জেনে নিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে SMS -এর মাধ্যমে অংগীভুত আনসার হিসেবে অংগীভূত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ।







যে কোন জেলা হতে চাহিদার ভিত্তিতে স্মার্ট কার্ড ধারীদের মোবাইলে নিম্নোক্ত এসমএস প্রেরণ করা হবে।
You ID 00000 are offered for ....... District as PC/APC/Ansar. Pls Type [ans YES] and send to 6969 within 24 hours. Otherwise Your offer will be cancelled.

ইয়েস করা নিয়মঃ
আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখুন ans YES এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে।

No করার নিয়মঃ-
আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখুন ans NO এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে।

YES করার পর নিম্নের এসএমএস পাওয়া যাবে।
Please join in ......... District by [তারিখ] Otherwise Your offer will be cancelled.
SMS সতর্কভাবে/সঠিকভাবে পাঠাতে হবে কারন প্রথম SMS টিই সঠিক বলে ধরে নেয়া হবে।
জেলায় যোগদানের পর এসএমএস পাওয়া যাবে।
You are Embodied
তবে SMS এর ক্ষেত্রে প্রশিক্ষণ কালে/তথ্য ফরমে যে মোবইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরেই SMS প্রেরণ করা হবে।
** মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে নির্দিষ্ট নীতিমালা মোতাবেক আবেদন করতে হবে। 
** তিন বার অফার বাতিল হলে অফার তালিকা হতে আপনাকে স্থগিত করা হবে।
জেলায় যোগদানের ক্ষেত্রে স্মার্টকার্ড এবং জেলা কমান্ড্যান্ট এর প্রত্যয়ন সঙ্গে আনতে হবে।
ক। পিসি/এপিসি/আনসার প্রশিক্ষণ সনদ,
খ। শিক্ষাগত যোগ্যতার সনদ,
গ। পুলিশ ভেরিফিকেশন,
ঘ। জন্ম সনদ/জাতীয় পরিচয়পত্র,
ঙ। ইউনিফর্ম পরিহিত রঙ্গিন ছবি,
চ। রক্তের গ্রুপ এবং
ছ। নাগরিকত্ব সনদ (মূলকপি সঙ্গে নিয়ে আসবেন)।

** চাকরী সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন যা করতে হবেঃ-

      আপনার তথ্য ফরমে প্রদত্ত মোবাইল হতে S <space> Card number লিখে পাঠাতে হবে 6969 নম্বরে।

** নিজের তথ্য SMS -এর মাধ্যমে জানতে  E <space> Card number লিখে পাঠাতে হবে 6969 নম্বরে।

হেল্প লাইন (সাধারণ আনসার HRM ও স্মার্ট কার্ড সংক্রান্ত)
মোবইলঃ- 01760-888-888 (শুধামাত্র অফিস চলাকালীন সময়ে)
ই-মেইলঃ- support@ansarvdp.gov.bd
ফেসবুকের মাধ্যমে জানতে হলে আপনার প্রশ্ন লিখে মেসেজ করুন Facebook



No comments:

Post a Comment